ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মহেশপুরে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, মে ৭, ২০১৭
মহেশপুরে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ২ জঙ্গি আস্তানার সামনে পুলিশের অবস্থান/

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর হঠাৎপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সদস্যরা।

ওই বাড়িতে অভিযান চলাকালে ‘আত্মঘাতী’ হামলায় ২ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।

শনিবার রাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে হঠাৎপাড়া গ্রামের জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে রোববার (০৭ মে) সকাল থেকে সেখানে অভিযান শুরু করে সিসিটিসি ইউনিট।

এসপি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় সিসিটিসি’র এডিসি এস এম নাজমুল ইসলাম, উপ পরিদর্শক (এসআই) মহসিন আলী এবং মজিবুর রহমান আহত হয়েছেন। এর মধ্যে মহসিন ও মজিবুর গুলিবিদ্ধ বলে জানা গেছে। এডিসি এস এম নাজমুল ও মহসিনকে ঝিনাইদহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়েছে। অন্যজনকে যশোর নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
মহেশপুরে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ২
এ ঘটনায় ওই বাড়ির মালিক জহুরুল ইসলাম, তার ছেলে জসিম উদ্দিন, ভাড়াটিয়া আলমগীর হোসেনসহ ৪জনকে আটক করেছে পুলিশ।

এদিকে ঝিনাইদহ সদর উপজেলার ১৮ মাইল লেবুতলা গ্রামে শরাফত হোসেনের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।  

পনের দিন আগে (গত ২২ এপ্রিল) ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের ঠনঠনেপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছিল সিসিটিসি ইউনিটের সদস্যরা। তখন অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সাউথ প’। অভিযানে ওই জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক তৈরি রাসায়নিক ভর্তি ২০টি ড্রাম, একটি সেভেন পয়েন্ট সিক্স বোরের পিস্তল, একটা ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাঁচটি বোমা নিষ্ক্রিয় করা হয়। বাড়ির ভেতর থেকে ১৫টি জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।