মানিকগঞ্জ: পদ্মায় পানি বৃদ্ধি ও রাস্তা সংস্কারের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে দৌলতদিয়া ফেরিঘাটের ৪ নম্বর ঘাট পন্টুনটি।
রোববার (০৭ মে) ভোরে পন্টুন থেকে যানবাহন লোড-আনলোডের সময় দুর্ঘটনা এড়াতে সেটি বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, দৌলতদিয়া ফেরিঘাটের অপর তিনটি ঘাট পন্টুন দিয়ে ফেরিতে যানবাহন লোড-আনলোড করা হচ্ছে।
খুব অল্প সময়ের মধ্যেই ৪ নম্বর ঘাট পন্টুনটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরআর/এসএইচ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।