ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, মে ৭, ২০১৭
গাজীপুরে গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুরে গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে চেক লুঙ্গি ও শার্ট রয়েছে।

শনিবার (০৬ মে) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দোলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, শ্রীপুরের নয়নপুর এলাকায় যাত্রীবাহী একটি লেগুনা থেকে ওই ব্যক্তি নামেন।

এসময় পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএস/আরআর/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।