রোববার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ওই গ্রামের মাইজেরবাড়ীর সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুদু মাইজেরবাড়ীর দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার বাংলানিউজকে বলেন, শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় বালুবাহী একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। স্থানীয় জনতা ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএ