রোববার (০৭ মে) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিটের (প্রিভেনটিভ) সহকারী কমিশনার আহসানুল কবীর।
তিনি বাংলানিউজকে জানান, আখতার হোসেন এবং ওমর ফারুক এয়ার এরাবিয়ার জি ৯৫১৩ নম্বর ফ্লাইটে শনিবার (০৬ মে) দিনগত রাত সাড়ে ৩টায় এবং জামাল উদ্দিন রাত ৩টা ৪০ মিনিটে কুয়েত এয়ারওয়েজে করে ঢাকায় পৌঁছান।
এরমধ্যে আখতারের কাছে ২২৮ কার্টন, ফারুকের কাছে ২২১ কার্টন ও জামালের কাছ থেকে ২৭৫ কার্টন সিগারেট জব্দ করা হয়।
জব্দকরা সিগারেটের বাজার মূল্য ১৯ লাখ টাকা। এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও আহসানুল কবীর জানান।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসজে/আরআর/এসএইচ