রোববার (০৭ মে) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি বাংলানিউজকে জানান, চাঁদপুরের দক্ষিণ মতলবের নুর আলম বকরুল দুবাই থেকে বাহরাইন হয়ে গাল্ফ এয়ারওয়েজের জিএফ ২৫০ ফ্লাইটে ভোর ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন।
মইনুল খান আরও জানান, জব্দ করা সিগারেটের মধ্যে ১শ ৯৮ কার্টন কোরিয়ার মন্ড ব্র্যান্ডের ও ৫৪ কার্টন ব্রিটেনের ডানহিল ব্র্যান্ডের।
আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪শ ৫০ শতাংশ) পরিহারের জন্যই এভাবে সিগারেট আনা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসজে/ওএইচ/এসএনএস