রোববার (০৭ মে) সকালে উপজেলার জাঙ্গালীয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আতা মোল্লা ওই এলাকারই বাসিন্দা।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া এলাকায় নিজ বাড়ির পাশে আম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আতা মোল্লার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
ধারণা করা হচ্ছে, শনিবার (০৬ মে) রাতের কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আতা মোল্লা।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএস/ওএইচ/