রোববার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢামেক মর্গ থেকে জঙ্গিদের মরদেহ হস্তান্তর করা হয়।
গত ৫ জানুয়ারি রাত ৩টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে ২ জঙ্গি নিহত হন।
ঢামেক মর্গ সূত্রে জানা যায়, কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে ঢামেক ফরেনসিক বিভাগকে চিঠি দেওয়া হয়। চিঠিতে জঙ্গিদের নাম মারজান (২৩) ও সাদ্দাম (২৫) উল্লেখ করা হয়েছে। নিহত জঙ্গিদের স্বজনরা মরদেহ দাবি করেননি বলে চিঠিতে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট।
আঞ্জুমান মফিদুল ইসলামের ডিউটি অফিসার মাহমুদুল হাসান বাংলানিউজকে বলেন, ঢামেক মর্গ থেকে মরদেহ দুটি বুঝে নেওয়া হয়েছে। আমরা অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহগুলো পেয়েছি। জুরাইন কবরস্থানে তাদের দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এজেডএস/আরআর/এএ