বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম বলেন, দেশে নানা রকম সংগঠনের সপ্তাহ রয়েছে- ভূমি সপ্তাহ, সরকারি সেবা সপ্তাহ, পুলিশ সপ্তাহ। কিন্ত দুঃখজনক হলেও সত্য রাষ্ট্রের এই ৪র্থ স্তম্ভের কোনো সপ্তাহ নেই।
মানববন্ধন থেকে সাংবাদিকদের কল্যাণে ১৪ দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান ন শহীদুল ইসলাম।
সারা দেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন, ওয়েজ বোর্ডের সুবিধা নিশ্চিতকরণ, সরকারি আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহের পিআরও পদে প্রকৃত সাংবাদিক নিয়োগ, তালিকাভুক্ত সাংবাদিকদের সরকার কতৃক মাসিক ভাতা প্রদান সহ ১৪ দফা দাবি তুলে ধরা হয়।
আয়োজক সংগঠনের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু জাফর, আইন উপদেষ্টা কাওসারসহ বিভিন্ন জেলার সাংবাদিকরা।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসটি/এমজেএফ