ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে সড়ক-নৌপথে পরিবহন ধর্মঘট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মে ৭, ২০১৭
রাঙ্গামাটিতে সড়ক-নৌপথে পরিবহন ধর্মঘট চলছে রাঙ্গামাটিতে সড়ক-নৌপথে পরিবহন ধর্মঘট চলছে

রাঙ্গামাটি: আঞ্চলিক সন্ত্রাসী কর্তৃক হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি এবং জিম্মি দশা থেকে উদ্ধারের দাবিতে রাঙ্গামাটিতে সড়ক ও নৌপথে পরিবহন ধর্মঘট পালন করছে সড়ক ও নৌযান মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

ফলে কোনোপথ দিয়েই দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। শহরের অভ্যন্তরেও যানবাহন চলাচল করছে না।

রোববার (০৭ মে) দুপুরে ঘুরে এসব চিত্র দেখা যায়।

এদিকে ধর্মঘট সুষ্ঠুভাবে পালন এবং পরিবহন খাতে সব ধরনের  চাঁদাবাজি বন্ধের দাবিতে সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে সড়ক ও নৌযান মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

চলতি বছরের ৫ মে সড়ক ও নৌযান পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা রাঙ্গামাটির সব রুটে বাস, ট্রাক, মিনিবাস, মিনিট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশাসহ পণ্যবাহী পরিবহনের মালিক ও চালকদের আঞ্চলিক সন্ত্রাসী কর্তৃক হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি এবং জিম্মি দশা থেকে উদ্ধারের দাবিতে রাঙ্গামাটিতে সড়ক ও নৌপথে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

তবে ৬ মে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনার ভিত্তিতে সড়ক ও নৌযান মালিক- শ্রমিক ঐক্য পরিষদের নেতারা অনির্দিষ্টকালের পরিবর্তে রোববার (০৭ মে) দিনব্যাপী পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।