রোববার (০৭ মে) দুপুরে তাদেরকে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে নিয়ে যায় বনানী থানা পুলিশ।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে ওই দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়।
মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন- সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ।
আব্দুল মতিন আরো জানান, সাফাত ও নাঈম দু’টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা ওই দুই তরুণীর বন্ধু। জন্মদিনের পার্টিতে দাওয়াত করে হোটেলে নেওয়ার পর সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে নিয়ে রাতভর দুই তরুণীকে আটকে রেখে মারধর এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আসামিদের অপর তিনজন ধর্ষণে সহায়তা ও ভিডিওধারণ করেন।
সাফাত আহমেদ একটি নামকরা জুয়েলার্সের মালিকের ছেলে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। তবে অন্যদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
পিএম/জেডএস