রোববার (০৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কুড়িগ্রাম-চিলমারী সড়কে একটি পিকআপ পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে গুরুতর অবস্থায় আব্দুর রাজ্জাক রাজুকে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলমারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বাংলানিউজকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুর রাজ্জাক ১০ বছর ধরে রৌমারী প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালনসহ ডেইলি ট্রাইব্যুনাল ও দৈনিক বর্তমান পত্রিকার সঙ্গে কাজ করছিলেন।
এছাড়া রৌমারী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুর সময় স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন আব্দুর রাজ্জাক রাজু। তার অকাল মৃত্যুতে কুড়িগ্রাম জেলার সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ০৭, ২০১৭
জেডএস