রোববার (৭ মে) ভোর ৪টার দিকে বুড়িরহাট সীমান্তের ৯১৫/৫ এস নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক রাশেদুল মিয়া সেল্টু উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাস এলাকার হজরত আলীর ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, রোববার ভোর ৪টার দিকে ভারত থেকে গরু নিয়ে সীমান্ত পার হয়ে দেশে ফিরছিলেন রাশেদুল মিয়া। তিনি বুড়িরহাট সীমান্তের ৯১৫/৫ এস নম্বর পিলারের ওপারে এলে ভারতের কুচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বাংলানিউজকে বলেন, ভারতের একশ’ গজ ভেতরে গরু আনতে গিয়ে আটক হয়েছেন রাশেদুল মিয়া। পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসআই