ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বিশ্বকবির জন্মদিনে কুঠিবাড়ীতে ৩ দিনব্যাপি অনুষ্ঠান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, মে ৭, ২০১৭
বিশ্বকবির জন্মদিনে কুঠিবাড়ীতে ৩ দিনব্যাপি অনুষ্ঠান বিশ্বকবির জন্মদিনে কুঠিবাড়ীতে ৩ দিনব্যাপি অনুষ্ঠান

কুষ্টিয়া: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ীতে তিন দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে। ইতোমধ্যে উৎসবের সকল প্রায় সকল প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন।

কবিগুরুর জন্মবার্ষিকী অনুষ্ঠানমালার পাশাপাশি কুঠিবাড়ীর আঙিনার পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে বসছে গ্রামীণ মেলা।

সোমবার (০৮ মে) ২৫শে বৈশাখ সকাল ১০টায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ উৎসবের উদ্বোধন করবেন।

কুষ্টিয়া শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত শিলাইদহ কুঠিবাড়ী। পদ্মা নদীর তীরবর্তী ছায়াশীতল ও নিরিবিল পরিবেশ থাকার কারণেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার ফিরে আসতেন তার স্মৃতিধন্য এই কুঠিবাড়ীতে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।