রোববার (০৭ মে) ভোরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ওই গ্রামের সেলিম উদ্দীন মিস্ত্রির ছেলে দিন মজুর রাহাতুল ইসলাম (৪৫) ও তার ছেলে মহাবুল ইসলাম (২৪)।
পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) ওয়ালিউল উসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওদাপাড়া গ্রামের রাহাতুল ইসলামের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি হাত বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রাহাতুল ইসলাম ও তার ছেলে মহাবুল ইসলামকে আটক করা হয়েছে।
এদিকে, রাহাতুল ইসলামের স্ত্রী পারুল খাতুন বাংলানিউজকে বলেন, আমরা দিনমজুর মানুষ। আমার বাড়িতে দুইটি গরু রয়েছে। চার দিন আগে একই পাড়ার আতিকুল ইসলামের ছেলে স্থানীয় ছিঁচকে চোর ফারুক হোসেন গরু দুটি চুরি করার চেষ্টা করে। সে গরু চুরি করতে আসলে তাকে তাড়া দেওয়া হয়। তাড়া খাওয়ার পর সে আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো। আমাদের বাড়িতে অস্ত্র বা অন্য কিছু দিয়ে হয়রানী করার। আমরা গরু চুরির ভয়ে রাত জেগে পাহারা দিয়ে থাকি। ভোরে পুলিশের একটি দল আমাদের পাটকাটির বেড়া ভেঙ্গে ঘরের মধ্যে ঢুকে রাহাতুল ইসলাম ও তার ছেলে মহাবুল ইসলামকে আটক করে।
তিনি আরও বলেন, ফারুক হোসেনের সঙ্গে ক্যাম্পের পুলিশের সম্পর্ক রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এনটি