রোববার (০৭ মে) দুপুর দেড়টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাইদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। রুবেল মিয়া গোলাকান্দাইল এলাকার ইসলাম মিয়ার ছেলে।
ভুলতার ফাড়ির ইন্সপেক্টর শহিদুল হক বাংলানিউজকে জানান, রুবেল মিয়া গোলাকান্দাইলসহ উপজেলার বিভিন্নস্থানে দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে সকালে পাঁচ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক রুবেলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। বর্তমানে তাকে নারায়নগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এনটি