ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মে ৭, ২০১৭
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে রুবেল মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৭ মে) দুপুর দেড়টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাইদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। রুবেল মিয়া গোলাকান্দাইল এলাকার ইসলাম মিয়ার ছেলে।

ভুলতার ফাড়ির ইন্সপেক্টর শহিদুল হক বাংলানিউজকে জানান, রুবেল মিয়া গোলাকান্দাইলসহ উপজেলার বিভিন্নস্থানে দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে সকালে পাঁচ পিস ইয়াবাসহ রুবেলকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক রুবেলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। বর্তমানে তাকে নারায়নগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।