ঢামেকের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদকে প্রধান করে এবং তিন নারী চিকিৎসকসহ মোট পাঁচজনকে নিয়ে রোববার (০৭ মে) দুপুরে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ডা. সোহেল মাহমুদ জানান, তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে দুই নারী পুলিশ সদস্য ওই দুই তরুণীকে পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে আসেন।
গত ২৮ মার্চ বনানীর দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে ওই দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শনিবার (৬ মে) রাতে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এরা হলেন- সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ।
মামলার বিষয়ে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন বাংলানিউজকে জানান, সাফাত ও নাঈম দু’টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা ওই দুই তরুণীর বন্ধু। মামলায় অভিযোগ করা হয়েছে, জন্মদিনের পার্টিতে দাওয়াত করে হোটেলে নেওয়ার পর সাফাত ও নাঈম একটি কক্ষে নিয়ে রাতভর ওই দুই তরুণীকে আটকে রেখে মারধর করেন এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন। বাকি তিন আসামি ধর্ষণে সহায়তা ও ভিডিও ধারণ করেন।
সাফাত আহমেদ একটি নামকরা জুয়েলার্সের মালিকের ছেলে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। তবে অন্যদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এজেডএস/এএটি/এইচএ/
** বনানীতে ধর্ষণের শিকার দুই তরুণী ঢামেকে