ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে চালকসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মে ৭, ২০১৭
গাজীপুরে ট্রাক-লেগুনা সংঘর্ষে চালকসহ নিহত ২

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ট্রাক-লেগুনার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (০৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলার ২ নম্বর সিএনবি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়েক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর থানার শিমুলিয়া এলাকার শামছুল হকের ছেলে লেগুনা চালক জসিম উদ্দিন (২৮) ও লেগুনার যাত্রী গাজীপুরের জয়দেবপুর থানার নয়াপাড়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (২৭)।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, শ্রীপুর উপজেলার ২নম্বর সিএনবি (আনসার রোড) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। এ সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি লেগুনা দাড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই লেগুনা চালক জসিম উদ্দিন ঘটনাস্থলে এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে জহিরুল ইসলাম নামে এক যাত্রী মারা যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএস/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।