কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধীত বিদায়ী জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, হাজিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, হাজী আয়ুইব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাজী সিরাজুল ইসলাম আইয়ুব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উদ্দিন, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যান মো. নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আকতারুজ্জান, কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম জায়েদ বিল্লাহ, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা এ আর এম সেলিম ও সাংবাদিক সাজ্জাদ রহমান প্রমুখ।
এদিকে, রামগতি উপজেলা পরিষদের চেয়াম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা, পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু, রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো.ইকবাল হোসেনসহ রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমজেএফ