ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে নির্মিত হচ্ছে আধুনিক শিশু পার্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, মে ৭, ২০১৭
বান্দরবানে নির্মিত হচ্ছে আধুনিক শিশু পার্ক বান্দরবানে নির্মিত হচ্ছে আধুনিক শিশু পার্ক

বান্দরবান: দীর্ঘ অপেক্ষার পর বান্দরবানে শিশুদের আনন্দ বিনোদনের জন্য নির্মিত হচ্ছে আধুনিক শিশু পার্ক।

শনিবার (৬ মে) বিকেলে জেলা শহরের সেগুনবাগিচা এলাকায় শিশু পার্কের নির্মাণকাজসহ আরও ৪টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে ২ কোটি টাকা ব্যয়ে আধুনিক শিশু পার্ক নির্মাণ, ১ কোটি টাকা ব্যয়ে সুয়ালক ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষের ভবন নির্মাণ, দেড়কোটি টাকা ব্যয়ে সুয়ালক চা বোর্ডের উপকেন্দ্র থেকে আগইন পাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ এবং প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে বান্দরবান ডায়াবেটিক হাসপাতালের সম্প্রসারিত ভবনের নির্মাণকাজ।

এসময় উপস্থিত ছিলেন-বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন-অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, বান্দরবান উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ প্রমুখ।
উন্নয়নকাজ উদ্বোধনের শুরুতে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে জেলা শহরে শিশুদের বিনোদনের কোনো ব্যবস্থা গড়ে উঠেনি। শিশু কিশোরদের বিনোদনের কথা মাথায় রেখে শহরের দৃষ্টিনন্দন পরিবেশে একটি আধুনিক শিশুপার্ক গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এতে শিশুরা তাদের অবসর সময়টুকু এখানে কাটাতে পারবে।

পড়ালেখার পাশাপাশি তাদের খেলাধূলায় আগ্রহী করে তুলতে হবে। এতে বিভিন্ন ধরনের সামাজিক অপকর্ম বন্ধ হবে এবং উন্নত দেশ ও জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবে। তাই শিশু কিশোরদের ক্রীড়ামুখী করে তুলতে অভিবাবকদের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।