ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিএনপির কর্মী সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মে ৭, ২০১৭
ঠাকুরগাঁওয়ে বিএনপির কর্মী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএনপির কর্মী সমাবেশ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ মে) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে বিএনপির কর্মী সভা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি।

এ সময় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সদস্য মিজানুর রহমান মিলু, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির আহবায়ক তৈমুর রহমান, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান প্রমুখ।

বক্তারা এ সময় ঠাকুরগাঁও বিএনপির তৃণমূলের কর্মীদের আগামী আন্দোলনের জন্য সুসংগঠিত হওয়ার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।