ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ৩ মাদকসেবীর জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মে ৭, ২০১৭
কেরানীগঞ্জে ৩ মাদকসেবীর জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে তিন মাদকসেবীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৭ মে) বেলা ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন এ জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- সাজু (৩২) ৫ হাজার টাকা, সাইফুল (২৪) ২ হাজার টাকা ও ইমরান চৌধুরী (২১) ১ হাজার টাকা।

এসময় তাকে সহযোগিতা করেন- ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ফজলুল হক, রাকিব হোসেন চয়ন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম মোল্লা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে বলেন, সাজু নামের মাদকসেবীকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইস্পাহানি থেকে এবং বাকি দুই জনকে একই থানাধীন কালিগঞ্জ থেকে আটক করা হয়ে। পরে তাদের ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।