জব্দ করা গলদা চিংড়ির রেনু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।
রোববার (০৭ মে) ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ন কবির এ দণ্ড প্রদান করেন।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল নগরীর রুপাতলী কীনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলঘরে অবস্থান নেয়।
এ সময় অবৈধভাবে গলদা চিংড়ির রেনু বোঝাই ট্রাক আটক করা হয়।
পরে ট্রাক থেকে হাড়িতে থাকা ২ লাখ ৭৫ হাজার পিস চিংড়ি জব্দ ও পাচারকারী আল মামুন, হাসান, বাবুল, কবির, রাসেল, ফারুক, আক্তার হোসেন, সিরাজ, বাচ্চু, ইউসুফ, সাইফুল ইসলাম ও শাহজালালকে আটক করা হয়।
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হলে বিচারক প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ২৪ হাজার টাকা জরিমানা এবং রেনু অবমুক্ত করার নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমএস/এএসআর