রোববার (০৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে। কারখানার হিসাব রক্ষণ কর্মকর্তা দীপক জানান, টঙ্গীর টিএনটি এলাকায় আর বি এস আর ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য গাজীপুরের চান্দনা চৌরাস্তা শাখার ইসলামী ব্যাংক থেকে ৬৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়।
কারখানার মালিক রবিউল আলমকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
রোববার দুপুরের পর কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল।
জয়দেবপুর থানার ভোগড়া ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. জাকির হোসেন জানান, ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার বেশি উত্তোলন করলে পুলিশকে জানানোর কথা। কিন্তু তারা তা করেননি। প্রাথমিকভাবে জানা গেছে, ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন জানান, খবর পেয়ে তিনিসহ গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ছিনতাইকারীদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ চলছে। এছাড়া অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএস/এএটি/আইএ