ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, মে ৭, ২০১৭
গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ টাকা ছিনতাই গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ টাকা ছিনতাই-ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন এলাকায় এক পোশাক কারখানার মালিককে গুলি করে ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করেছে দ‍ুর্বৃত্তরা।

রোববার (০৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে। কারখানার হিসাব রক্ষণ কর্মকর্তা দীপক জানান, টঙ্গীর টিএনটি এলাকায় আর বি এস আর ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য গাজীপুরের চান্দনা চৌরাস্তা শাখার ইসলামী ব্যাংক থেকে ৬৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়।

পরে ওই টাকা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে প্রাইভেটকারে করে কারখানায় ফেরার পথে মালেকের বাড়ি এলাকায় পৌঁছালে একটি পিকআপ ও দুটি মোটরসাইকেল দিয়ে ৪/৫ জন দুর্বৃত্ত প্রাইভেটকারের গতিরোধ করে। এক পর্যায়ে প্রাইভেটকারের সামনের গ্লাসে ২-৩টি গুলি করা হয়। পরে পেছনে থাকা কারখানার মালিক রবিউল আলমকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কারখানার মালিক রবিউল আলমকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

রোববার দুপুরের পর কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল।

জয়দেবপুর থানার ভোগড়া ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. জাকির হোসেন জানান, ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার বেশি উত্তোলন করলে পুলিশকে জানানোর কথা। কিন্তু তারা তা করেননি। প্রাথমিকভাবে জানা গেছে, ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন জানান, খবর পেয়ে তিনিসহ গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ছিনতাইকারীদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ চলছে। এছাড়া অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।