ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ৭, ২০১৭
ধামরাইয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ ধামরাইয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ের পৌরসভা ছোট চন্দ্রাইল মহল্লায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

রোববার (০৭ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- খুদেজা বেগম (৭০), শাজাহান (৪৫), সবুজ (১৮), মামুন (২০), মোশারফ, জিয়া।

বাকি চার জনের নাম জানা যায়নি। তাদের ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
শাজাহান বাংলানিউজকে বলেন, কাওছারের ছেলে সজিব এসএসসি পাশ করায় শনিবার (০৬ মে) অনেক রাত পর্যন্ত সাউন্ড বক্স বাজাচ্ছিল। আমার ছেলের রাত শেষ হলে এইচএসসি পরীক্ষা। সে সুবাধে আমি বক্সের সাউন্ড কমানোর কথা বলি। এতে কাওছার ও তার ছেলে আমার ওপর চড়াও হয়। এরপর দুপুরে লাটি সোটা নিয়ে কাওছার তার ছেলেসহ ভাইদের নিয়ে আমার বাড়িতে হামলা করে। এসময় আমাকেসহ আমার বৃদ্ধা মাকে মারধর করে। এ ব্যাপারে আমি ধামরাই থানায় লিখিতভাবে অভিযোগ করেছি।

ধামরাই থানার উপ পরির্দশক (এসআই) নাজমুল হুদা বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাওছার তার সহযোগীরা শাজাহানের বাড়িতে হামলা চালায়। এ বিষয়ে শাজাহান বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।