ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

স্বপ্নবাজ তারুণ্যের হাত ধরে দেশ এগিয়ে যাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মে ৭, ২০১৭
স্বপ্নবাজ তারুণ্যের হাত ধরে দেশ এগিয়ে যাবে প্রতিযোগিতায় বিজয়ী একটি দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মেয়র আনিসুল হক। ছবি: সুমন শেখ

ঢাকা: তারুণ্যই স্বপ্ন দেখাতে পারে, স্বপ্নবাজ তারুণ্যের হাত ধরেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

রোববার (৭ মে) বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে ‘আনভেইলিং দ্য আরবান ইনোভেটরস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আরবান ইনোভেশন চ্যালেঞ্জে’ বিজয়ীদের পুরস্কার বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাকের ‘আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ইউডিপি)।

 
  
আনিসুল হক বলেন, যারা স্বপ্ন দেখতে ভুলে গেছে, তারা তরুণদের মাধ্যমে স্বপ্ন দেখে। তরুণরা সুযোগ পেলে নতুন কিছু করে দেখাতে পারে। পৃষ্টপোষকতার মাধ্যমে তাদের সুযোগ করে দিতে হবে।

তিনি বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনের দুই বছর পূর্ণ হলো। কেউ বলছে ভালো করেছি, কেউ কেউ সমালোচনাও করছেন। তবে আমরা যারা দায়িত্বে আছি, তাদের বসে থাকার সময় নেই। নগরের উন্নয়নে ও সেবা প্রদানে পরিকল্পনা করে যাচ্ছি।  বক্তব্য রাখছেন মেয়র আনিসুল হক।  ছবি: সুমন শেখতত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পারটিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, যে কোনো পরিকল্পনা করার সময় ইকোসিস্টেমের দিকে খেয়াল রাখতে হবে। এখানে কোনো গ্যাপ থাকলে পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে।  আর ইনোভেশন করতে হলে সবার আগে ইনোভেটিভ মাইন্ড সেট করতে  হবে। তাহলে  সঠিকভাবে ইনোভেশন সম্ভব।  

সারাদেশ থেকে প্রায় ৬শ’ দল ‘আওয়ার সিটি’স, আওয়ার সল্যুশনস’ শীর্ষক শ্লোগানের এ প্রতিযোগিতায় নাম নিবন্ধন করে। নগরের স্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিবহন— এই তিন ক্যাটাগরিতে ১৩টি দল প্রতিযোগিতার ফাইনালে তাদের পরিকল্পনা প্রদর্শনের সুযোগ পান।

এরমধ্যে সেরা পাঁচ দলকে ব্র্যাকের পক্ষ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। এছাড়া সম্ভাব্য বিনিয়াগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন ও সহায়তা দেওয়া হবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসা, স্ট্র্যাটেজি, কমিউনিকেশনস অ্যান্ড এমপাওয়ারমেন্ট কর্মসূচির সিনিয়র পরিচালক আসিফ সালেহ প্রমুখ।

 বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।