রোববার (৭ মে) দুপুরে আন্তঃসীমান্ত অপরাধ ও জঙ্গি কার্যক্রম রোধে প্রতিরোধমূলক ব্যবস্থাগ্রহণ শীর্ষক এ কর্মশালা ৩ বিজিবি লোগাং জোন সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল মো. মতিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ইকবাল হোসেন, ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাসানুজ্জামান চৌধুরী, ৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর তানভীর আহমেদ নিজামী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল হাশেমসহ স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তি।
কর্মশালায় শিশু ও নারী পাচার, মাদক পাচার, চোরাচালানি ও জঙ্গি তৎপরতার উপর আলোচনা হয়। উপস্থিত সুবাই সম্মিলিতভাবে ওই উপজেলায় এসব রোধকল্পে আইন-শৃংখলা বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এএ