ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

১০ বিদ্যুৎ কেন্দ্রে সেনা মোতায়েন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মে ৭, ২০১৭
১০ বিদ্যুৎ কেন্দ্রে সেনা মোতায়েন

জাতীয় সংসদ ভবন থেকে: বিদ্যুৎ বিভাগের আওতাধীন মোট ১৭৪টি কোম্পানির স্থাপনাকে কেপিআই হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সংস্থা/কোম্পানির আরও ২১টি স্থাপনাকে কেপিআই হিসেবে ঘোষণার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ১০টি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রে সেনাসদস্য মোতায়েন করা করা হয়েছে।

রোববার (০৭ মে) বিকেলে দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে মো. ফরিদুল হক খানের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, গুরুত্ব অনুসারে বিদ্যুৎ কেন্দ্রসম‍ূহে নিজস্ব নিরাপত্তা প্রহরীর সাথে আনসার অঙ্গীভূত করা হয়েছে এবং কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়েছে। প্রায় প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর স্থানগুলিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তার কাজে মেটাল ডিটেক্টর,  ভেহিকল মিটার, ভেহিকল মিরর, আর্চওয়ের ব্যবস্থা করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন. বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনসাধারণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে জঙ্গি হামলাসহ যে কোন ধরনের নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসকে/এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।