রোববার (০৭ মে) বিকেলে নগরীর উপকণ্ঠ কুমারগাঁও এলাকায় অবস্থিত রিফাত ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারি থেকে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, রিফাত বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার উৎপাদন করার প্রমাণ পাওয়া গেছে।
অভিযানে জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ছালিক রুবাইয়া, বিএসটিআই প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ০৭, ২০১৭
জেডএস