ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে রিফাত বেকারিতে ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মে ৭, ২০১৭
সিলেটে রিফাত বেকারিতে ৫০ হাজার টাকা জরিমানা সিলেটে রিফাত বেকারিকে জরিমানা

সিলেট: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্যজাতীয় পণ্যে পোকামাকড় পাওয়ায় সিলেটে ভোগ্যপণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
 

রোববার (০৭ মে) বিকেলে নগরীর উপকণ্ঠ কুমারগাঁও এলাকায় অবস্থিত রিফাত ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারি থেকে এ জরিমানা আদায় করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, রিফাত বেকারি অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার উৎপাদন করার প্রমাণ পাওয়া গেছে।

উৎপাদিত খাবারে পোকামাকড় ও ময়লা পড়ে আছে। যে কারণে বেকারিটিকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে।  

অভিযানে জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ছালিক রুবাইয়া, বিএসটিআই প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ০৭, ২০১৭    
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।