বিয়ের দাবি নিয়ে ওই মাদ্রাসা ছাত্রী সুমনের বাড়িতে যাওয়ার আগে তারা গেটে তালা লাগিয়ে পালিয়ে যায়। শনিবার (০৭ মে) সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মাদ্রাসা ছাত্রী সুমনের বাড়ির গেটের সামনে বসে অনশন করছে।
ওই মাদ্রাসা ছাত্রী বাংলানিউজকে জানায়, সুমন বিয়ের আশ্বাস দিয়ে আমার নারীত্ব শেষ করেছে। তাকে বিয়ে করা ছাড়া আমার অন্য কিছুই করার নেই।
তার বাবা বাংলানিউজকে জানান, আমার সহজ সরল মেয়েকে ফুঁসলিয়ে সুমন প্রেমের ফাঁদে ফেলে তার সব কিছু শেষ করেছে। আমি মেয়ের দাবিতে একমত।
এ ব্যাপারে কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান বাংলানিউজকে জানান, ঘটনাটি শুনেছি। উভয়ের অভিভাবক আমাকে জানিয়েছে। কিন্তু মেয়েটির অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ের ব্যাপারটি নিয়ে জটিলতা সৃষ্টি করেছে। তবে স্থানীয়ভাবে সবার মতামত নিয়ে ঘটনাটি সুরাহা করা হবে।
এ ব্যাপারে আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আফজাল বিন নাজির বাংলানিউজকে জানান, এ বাল্য বিয়ে কোনোভাবেই মেনে নেওয়া যায়না।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এনটি