রোববার (০৭ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ অবরোধ করেন তারা।
এসময় ঢাকা-ময়মনসিংহ মাহসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, উপজেলার ত্রিশাল কারিগরি ও বাণিজ্যিক কলেজ, ধানীখোলা কারিগরি ও বাণিজ্যিক কলেজ, নজরুল একাডেমি (ভোকেশনাল শাখা), নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা), কাটাখালি ওমর আলী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা), গুজিয়াম আমিরাবাড়ী উচ্চ বিদ্যালয় (ভোকেশনাল শাখা), বাগান ইসলামিয়া আলিম মাদরাসাসহ (ভোকেশনাল শাখা) ৮টি বিদ্যালয়ের মোট ৪৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও গত বৃহস্পতিবার (০৪ মে) প্রকাশিত এসএসসি’র ফলাফলে তাদের নাম নেই।
ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কারিগরি পরীক্ষার কেন্দ্র সচিব রফিকুল ইসলাম বলেন, কি কারণে ফলাফল আসেনি তা বুঝে উঠতে পারছি না। তবে মনে হয় আমরা নম্বর অনলাইনে পাঠিয়েছি, তা ওনারা হয়তো পাননি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল ও ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ৭, ২০১৭
এমএএএম/জেডএস