ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ১২টি ককটেল ও ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, মে ৭, ২০১৭
মাদারীপুরে ১২টি ককটেল ও ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার

মাদারীপুর: মাদারীপুরে ১২টি ককটেল ও ৩০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৭ মে) বিকেল ৩টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় বাড্ডা এলাকার একটি খালের পাড় থেকে এগুলো উদ্ধার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আবু নাঈম বাংলানিউজকে জানান, মস্তফাপুর ইউনিয়নের বড় বাড্ডা এলাকায় দুটি বাহিনীর লোকজন অস্ত্র ও বোমা নিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় ওই এলাকার একটি খালের পার থেকে ১২টি ককটেল ও ৩০টির মতো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।