ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মে ৭, ২০১৭
পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর বাজার সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় হেলাল হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (০৭ মে) দুপুরে উপজেলার তারাপুর বাজারের পাশের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হেলাল উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেলিম হোসেন (৪০) আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি রাজশাহীর হরিয়ান এলাকার আবদুস সোবহানের ছেলে।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার তারাপুর বাজারের পাশে মহাসড়কে মালবাহী ট্রাকের (পাবনা ট-১১-০২৭৩) ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় একটি মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসএস/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।