রোববার (০৭ মে) বিকেলে পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা সদরের কাপ্তানবাজার এলাকার সফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩০) ও বরুড়া উপজেলার দক্ষিণ ঘোষপা এলাকার ইদ্রিস মিয়ার মেয়ে সাহিদা আক্তার (৩২)।
স্থানীয়দের বরাত দিয়ে কুমিল্লা জিআরপি পুলিশের উপ-পরিদর্শক করিম উল হক বাংলানিউজকে জানান, সদরের শাসনগাছা এলাকায় ট্রেনের ধাক্কায় সাহিদা আক্তারের মৃত্যু হয়। এদিকে একই সময়ে বানাসুয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আশরাফুল নামে এক যুবকের মৃত্যু হয়।
মরদেহ দু’টি রেলওয়ে ফাঁড়িতে রয়েছে। নিহত আশরাফুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেন নি।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এএটি/জেডএস