ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী রক্ষার দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মে ৭, ২০১৭
মানিকগঞ্জে ধলেশ্বরী নদী রক্ষার দাবিতে মানববন্ধন মানিকগঞ্জে ধলেশ্বরী নদী রক্ষার দাবিতে মানববন্ধন-ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জে শিল্প প্রতিষ্ঠানের বর্জ্যে পানি, ফসল ও পরিবেশ দ‍ূষণের প্রতিবাদ ও ধলেশ্বরী নদী রক্ষার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের অদূরে মানববন্ধন হয়েছে।

রোববার (৭ মে) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘ শিমুল এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও ধলেশ্বরী নদী বাঁচাও কমিটি চারদফা দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে।

কৃষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য ও কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আজাহারুল ইসলাম আরজু, মানিকগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি পরিবেশবিদ অ্যাডভোকেট দীপক ঘোষসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জাগীর এলাকার স্থাপিত আকিজ টেক্সটাইলের বর্জ্যের কারণে জাগীর এলাকাসহ বিভিন্ন এলাকায় পরিবেশ এখন বিপন্ন। টেক্সাইল বর্জ্যের কারণে এলাকায় বিভিন্ন ফসল উৎপাদন সম্ভব হচ্ছে না। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অধিকাংশ টিউবঅয়েলের পানি দুর্গন্ধে খাবারের অনুপযোগী হয়ে পড়েছে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষরকৃত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।