রোববার (০৭ মে) দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে হুইপ শাহাবুদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
নতুন ওয়েজ বোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে মালিক ও কর্মীদের পদক্ষেপ নিতে হবে জানিয়ে তিনি বলেন, সরকার মধ্যস্ততায় কাজ করে মাত্র। মালিক পক্ষের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই ওয়েজ বোর্ড গঠন করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈ-মাসিক ও ষান্মাসিক মিলিয়ে নিবন্ধিত মোট ২ হাজার ৮৫৫টি পত্রিকা রয়েছে।
রবিশাল ৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরকে সভাপতি করে ৯ সদস্যের মনিটরিং টিম গঠন করা হয়েছে। সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের সর্বশেষ সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে কিনা তারা সে বিষয়টি তদারকি করছে। ইতোমধ্যে এ কমিটি বেশকিছু পত্রিকার অফিস পরিদর্শন করেছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নরওয়ের অর্থলগ্নি নেই
১০ বিদ্যুৎ কেন্দ্রে সেনা মোতায়েন
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসকে/এসএম/আইএ