ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ৭, ২০১৭
বদলগাছীতে ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় সোহাগ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৭ মে) দুপুরে উপজেলার বিলাশবাড়ির ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সোহাগ হোসেন ওই গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা পার হচ্ছিলেন সোহাগ। এ সময় পাশের শ্রীরামপুর বাজার থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগ মারা যান।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল হোসেন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।