রোববার (৭ মে) দুপুরে উপজেলার বিলাশবাড়ির ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সোহাগ হোসেন ওই গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা পার হচ্ছিলেন সোহাগ। এ সময় পাশের শ্রীরামপুর বাজার থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগ মারা যান।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল হোসেন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসআই