ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

হঠাৎপাড়ায় বোম্ব ডিস্পোজাল টিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মে ৭, ২০১৭
হঠাৎপাড়ায় বোম্ব ডিস্পোজাল টিম হঠাৎপাড়ায় বোম ডিস্পোজাল টিম

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হটা‍ৎপাড়ায় অভিযান শুরু করেছে বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা।

রোববার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সেখানে অভিযান শুরু করে বলে জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

তিনি জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।

সাড়ে ৬টার দিকে তারা অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত অভিযানের কোনো নাম দেয়নি তারা।

এদিকে সন্ধ্যা ৭টার দিকে জঙ্গি আস্তানার ভেতরে একটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও জানান তিনি।

র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, পিবিআই ঘটনাস্থলে অবস্থান করছে।

এর আগে শনিবার রাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে হঠাৎপাড়ার জহুরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে রোববার সকালে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সদস্যরা সেখানে অভিযান শুরু করে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএ
**
হঠাৎপাড়ায় ২ জঙ্গি নিহত, লেবুতলায় আটক ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।