রোববার (৭ মে) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী আসবেন এবং তা আগামী ১০ দিনের মধ্যে।
দীপু মনির উপস্থিতিতে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মোহনগঞ্জের বিজ্ঞানবাজার এলাকায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ কৃষক পরিবারে তিন মেট্রিকটন চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এনটি/আরএ