ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনার হাওরাঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মে ৭, ২০১৭
নেত্রকোনার হাওরাঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় হাওরাঞ্চল পরিদর্শনে আসবেন প্রধানমন্ত্রী

নেত্রকোনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্ত নেত্রকোনার  হাওরাঞ্চল পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৭ মে) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী আসবেন এবং তা আগামী ১০ দিনের মধ্যে।

আওয়ামী লীগ সরকার যে কোনো দুর্যোগে অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

দীপু মনির উপস্থিতিতে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মোহনগঞ্জের বিজ্ঞানবাজার এলাকায় আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ কৃষক পরিবারে তিন মেট্রিকটন চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।