ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক বিমান বাহিনী কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ৭, ২০১৭
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক বিমান বাহিনী কর্মকর্তা নিহত

বগুড়া: বগুড়া শহরের চারমাথা এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সামছুল আলম (৬৫) মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন।

মো. সামছুল আলম বিমান মেডিকেল সেন্টারের সাবেক ফার্মেসি কর্মকর্তা এবং সোরিং হাই ট্রাভেলস লিমিটেডের (হজ এজেন্সি) সত্ত্বাধিকারী‍ ছিলেন।

রোববার (৭ মে) বেলা পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন তার বৃদ্ধা মা আফিয়া বিবি (৮৫) ও বোন মমতা বেগম (৫০)।   মমতা শহরের গোদারপাড়া এলাকার খায়রুল ইসলামের স্ত্রী। এ সময় তাদের উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিহত সামছুল আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাগুর দুয়ার আকন্দপাড়ার মৃত মফিজ উদ্দিন আকন্দের ছেলে। তিনি ঢাকার মিরপুর-১০ বেনারশি পল্লী এলাকায় সপরিবারে বসবাস করতেন।
 
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে বিষয়টি জানান।
 
তিনি বলেন, বগুড়া-রংপুর মহাসড়ক হয়ে বগুড়া থকে মহাস্থানের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ট্রাক ওই স্থানে পৌঁছায়। এমন সময় অটোরিকশাটি মহাসড়ক পার হতে গেলে দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মো. সামছুল আলম মারা যান। এ সময় আহত হন তার সঙ্গে থাকা মা ও বোন।

ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানান টিএসআই আশুতোষ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।