ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকার ৪ নদীর দূষণমুক্তির কার্যক্রম শিগগিরই শুরু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মে ৭, ২০১৭
ঢাকার ৪ নদীর দূষণমুক্তির কার্যক্রম শিগগিরই শুরু

জাতীয় সংসদ ভবন থেকে: দ্রুত সময়ের মধ্যেই ঢাকার চারপাশের চার নদী দূষণমুক্ত করতে কার্যক্রম শুরু করবে সরকার। এ লক্ষ্যে গঠিত টেকনিক্যাল কমিটি কাজ করছে। কমিটি রিপোর্ট দিলেই দূষণমুক্তকরণের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

রোববার (৭ মে) সন্ধ্যায় দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বাবুর কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুসারে উত্থাপিত নোটিশের জবাবে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকার চারপাশ নদী ঘেরা।

বিশ্বের কোথাও রাজধানী শহরে এরকম নেই। কিন্তু দুভার্গ্য হলো মানুষ এই নদীগুলো দ‍ূষিত করেছে। ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর দূষণ রোধে প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন। এই কমিটির চেয়ারম্যান স্থানীয় সরকার মন্ত্রী। আমি (নৌপরিবহন মন্ত্রী) ও পানি সম্পদ মন্ত্রী ওই কমিটির কো-চেয়ারম্যান।

তিনি বলেন, মূলত ট্যানারির বর্জ্য ও শিল্প-কলকারখানার বর্জ্যের কারণে নদীগুলো দূষিত হয়েছে। ট্যানারির বর্জ্যে ৩০ শতাংশ দূষণ হচ্ছে, ৬০ শতাংশ হচ্ছে শিল্পবর্জ্যে। এই বর্জ্যে রোধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে দেওয়া হচ্ছে। এখনও পুরোপুরি স্থানান্তর হয়নি। ট্যানারি পুরোপুরি চলে গেলে ৩০ শতাংশ দূষণ কমে যাবে।

মন্ত্রী আরও বলেন, নদীগুলোর দূষণ রোধে জনপ্রশাসনের ম‍ুখ্য সচিবকে কনভেনার করে একটি  টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তারা একটি পরিকল্পনা তৈরি করছে কি করে নদীগুলো দূষণমুক্ত করা যায়। আশাকরছি কমিটি এক মাসের মধ্যে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতেই আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো।

এসময় মন্ত্রী অন্য দেশের নদী দূষণ রোধের উদাহরণ টেনে বলেন, পৃথিবীর বহু দেশ আমাদের চেয়ে বেশি সময় নিয়ে নদী দূষণমুক্ত করেছে। লন্ডনের টেম্পস নদী দূষণমুক্ত করতে কেউ বলে ৭৫, কেউ বলে ৬৫ বছর প্রয়োজন হয়েছে। আমাদের অতো বছরের প্রয়োজন হবে না। আমরা উজান থেকে পানি আনার জন্য আমাদের নদী খননের ব্যবস্থা করছি। পানি আনতে পারলে নদী দূষণ কমে যাবে। এরজন্য রিভার ক্লিনার ভেসেল সংগ্রহের উদ্যোগ নিয়েছি। এই ভেসেল এসে গেলে দ্রুততার সঙ্গে দূষণ মুক্ত করা যাবে।

আরও পড়ুন:
***কমছে না জ্বালানি তেলের দাম


বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসকে/এসএম/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।