ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

যুদ্ধাপরাধীদের বিচারে উঠে আসবে সঠিক ইতিহাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ৭, ২০১৭
যুদ্ধাপরাধীদের বিচারে উঠে আসবে সঠিক ইতিহাস আলোচনা সভা

বগুড়া: বগুড়ায় ‘৭১’র যুদ্ধাপরাধের বিচার ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে উঠে আসবে সঠিক ইতিহাস। বর্তমান সরকার এই বিচার বাস্তবায়নে বদ্ধপরিকার।

রোববার (০৭ মে) সন্ধ্যায় শহরের একটি অভিজাত হোটেলে বগুড়া যুদ্ধাপরাধ বিচার বাস্তবায়ন কমিটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক তারেক হাসান শেখের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালিত হয়েছে।


 
সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান সরকার, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল ইসলাম লাল, সাংবাদিক মহসীন রাজু, শহর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান আতা, মুক্তিযোদ্ধা সন্তান নাছিমা সওদাগর, সুলতান মাহমুদ প্রিন্স, জেলা যুদ্ধাপরাধ বিচার বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, রতন ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান ফয়জুর রহমান, ইব্রাহিম সোহেন ইমন প্রমুখ বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার কাজ আইনগতভাবে শেষ করতে বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সব যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের রাজাকার-যুদ্ধাপরাধীদের সাজা দেওয়া হবে। এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম সঠিক ইহিতাস জানতে পারবে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।