রোববার (০৭ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে দুইজন ও সাধারণ সদস্য পদে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে জানান নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানু বাংলানিউজকে জানান, ধুবইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন জাসদের সাবেক সভাপতি জালাল উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাধারণ সদস্য পদে ৮নং ওয়ার্ডের শফিউল ইসলাম, ৯নং ওয়ার্ডের রনি ইসলাম এবং চিথলিয়া ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের রফিকুল ইসলাম ও ২নং ওয়ার্ডের সিবারুল ইসলাম এবং আনিছ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সোমবার (০৮ মে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ২৩ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএ