ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মে ৭, ২০১৭
গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫ গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫-ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সালাউদ্দিন গাজীর স্ত্রী ববিতা বেগম পরকিয়ার জের ধরে পালিয়ে যায়।

এ ব্যাপারে আলো মোল্লা নামে এক যুবকের বিরুদ্ধে তাকে সহায়তা করার অভিযোগ আনেন ববিতার স্বামী।

এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথাকাটা-কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে ৯ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মে ০৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।