রোববার (০৭ মে) রাত ৯টার দিকে অভিযান শেষ হয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহমেদ।
সংবাদ সম্মেলনে ডিআইজি জানান, নিহত দুই জঙ্গির মরদেহ মহেশপুর থানায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় বাড়ির মালিক জহুরুল ইসলাম ও তার ছেলে জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। এসময় আস্তানা থেকে উদ্ধারকৃত চারটি বোমা নিষ্ক্রিয় এবং দু’টি পিস্তল উদ্ধার করা হয়েছে।
এছাড়া সোমবার (০৮ মে) সকাল থেকে ঝিনাইদহ সদর উপজেলার ১৮ মাইল এলাকায় লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হবে বলে জানান তিনি।
**ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়ি ঘেরাও, নিহত ২
**হঠাৎপাড়ায় ২ জঙ্গি নিহত, লেবুতলায় আটক ২
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এনটি/আরএ