ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

হঠাৎপাড়া ‘অপারেশন সাপটাইল স্পিলিট’ সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ৭, ২০১৭
হঠাৎপাড়া ‘অপারেশন সাপটাইল স্পিলিট’ সমাপ্ত খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহমেদ

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের হঠাৎপাড়ায় সন্ধান পাওয়া জঙ্গি আস্তানায় ‘অপারেশন সাপটাইল স্পিলিট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (০৭ মে) রাত ৯টার দিকে অভিযান শেষ হয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহমেদ।

সংবাদ সম্মেলনে ডিআইজি জানান, নিহত দুই জঙ্গির মরদেহ মহেশপুর থানায় রাখা হয়েছে।

নিহত জঙ্গিদের মধ্যে তুহিন হোসেনের (৩০) নাম জানা গেছে। তিনি সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আতাউর রহমানের ছেলে।

তিনি আরও জানান, এ ঘটনায় বাড়ির মালিক জহুরুল ইসলাম ও তার ছেলে জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। এসময় আস্তানা থেকে উদ্ধারকৃত চারটি বোমা নিষ্ক্রিয় এবং দু’টি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এছাড়া সোমবার (০৮ মে) সকাল থেকে ঝিনাইদহ সদর উপজেলার ১৮ মাইল এলাক‍ায় লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হবে বলে জানান তিনি।

**ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়ি ঘেরাও, নিহত ২
**হঠাৎপাড়ায় ২ জঙ্গি নিহত, লেবুতলায় আটক ২

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।