ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৫ মাদক ব্যবসায়ীর সাজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ৭, ২০১৭
ফেনীতে ৫ মাদক ব্যবসায়ীর সাজা

ফেনী: ফেনী শহরের মাদকের স্পট হিসেবে পরিচিত লালাপোল বস্তি ও মাস্টার পাড়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

রোববার (০৭ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, প্রথমে লালপোল মাদকের আস্তানায় অভিযান চালানো হয়, এ সময় বস্তির মাদক সম্রাট সোহেলকে সেখানে পাওয়া যায়নি।

এরপর মাস্টার পাড়ার টিপু হাজারির বাড়ি থেকে মাদক সেবনের সময় হাতেনাতে ধরা পড়েন পাঁচ মাদক ব্যবসায়ী। আদালত ওই বাড়ি থেকে দুই বোতল ফেন্সিডিল, পাঁচ পুরিয়া হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ১০০ গ্রাম গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেন।
 
মাদক বহন ও সেবনের দায়ে কবির আহম্মেদ ও মো. আবুল ফয়েজ সুমনকে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। এছাড়াও সালাম উদ্দিন হাজারিকে সাতদিন ও আবুল কালামকে (মিনার) তিনদিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আর আটক শাহ আলমের বিরুদ্ধে হেরোইন ও ফেন্সিডিল বহনের দায়ে নিয়মিত মামলা দায়েরের জন্য আদালত মাদকদ্রব্য অধিদফতরের পরিদর্শককে নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এসএইচডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।