রোববার (৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, সুইডেন, ব্রাজিল, ওমান ও লিবিয়ায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় কর্মরত রাষ্ট্রদূত জুলফিকার রহমানকে ব্রাজিলে, সুইডেনে রাষ্ট্রদূত গোলাম সারওয়ারকে ওমানে, ওমানে রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলীকে লিবিয়ায় রাষ্ট্রদূত পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) নাজমুল ইসলামকে সুইডেনে, মহাপরিচালক (আমেরিকা) আবিদা ইসলামকে দক্ষিণ কোরিয়ায় এবং ভারতের মুম্বাই এ ডেপুটি হাই কমিশনার সামিনা নাজকে ভিয়েতনামে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, মে ০৭, ২০১৭
কেজেড/আরবি