রোববার (৭ মে) ফেনীর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন- স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল করিম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবালুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বলেন, ওয়ালটন, স্যামসাং, এলজির মোড়ক নকল করে মানহীন ভোল্টেজ স্টাবিলাইজার ও টেলিভিশন বিক্রি করা হচ্ছে ফেনীর দোকানগুলোতে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে শফি ইলেকট্রনিক্সের মালিক শফিকুর রহমানকে ৩০ হাজার, ইউরো ইলেকট্রনিক্সের মালিক আব্দুর রাজ্জাককে ১৫ হাজার, সানজিদা ইলেকট্রনিক্সের মালিক আব্দুল সেলিমকে ২০ হাজার ও ক্যালিস্টো ইলেকট্রনিক্সকের মালিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৩০টি ভোল্টেজ স্টাবিলাইজার ও একটি টেলিভিশন জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসএইচডি/বিএসকে