রোববার (৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনা ঘটে। নিবাস নোয়াখালীর সেনবাগ উপজেলার মৃত নেপাল চন্দ্র চৌধুরীর ছেলে।
ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রাশেদ রানা বাংলানিউজকে জানান, বিকেলে মহাখালী রেললাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হন নিবাস। পরে মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত নিবাসের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এজেডএস/এএটি/বিএসকে