ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

এমপিদের পরীক্ষা নিলেন প্রধানমন্ত্রী!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মে ৭, ২০১৭
এমপিদের পরীক্ষা নিলেন প্রধানমন্ত্রী!

জাতীয় সংসদ ভবন থেকে: সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে নিজ দলের এমপিদের কাছে মৌখিকভাবে জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় কেউ উত্তর দিতে পারেনি। এ নিয়ে এমপিদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

রোববার (৭ মে) রাতে সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় উপস্থিত দলীয় এমপিদের বিভিন্ন প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অংশগ্রহণকারী একাধিক সদস্য বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী প্রসঙ্গ তুলে এক মিনিট নিবরবতা পালন করে বৈঠক শুরু করেন। এরপর দলের আরও কয়েকজন নেতার মৃত্যু নিয়ে বৈঠকের শুরুতেই আলোচনা করেন।
 
বৈঠক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী এমপিদের উদ্দেশে বলেন, বছরে কতগুলো বই বিতরণ করা হয়েছে? কমিউনিটি ক্লিনিক কতগুলো? কিভাবে সামাজিক সুরক্ষা দেওয়া হয়, এর সংখ্যা কতোটি? মাতৃমৃত্যুর হার কতো?
 
বৈঠক সূত্রে জানা যায়, কৃষিমন্ত্রীকে প্রশ্ন করেন এ বছরে কৃষিতে ভতুর্কি কতো? এর জবাব দিতে পারেননি তিনি।
 
স্বাস্থ্যখাত নিয়ে এমপিদের জিজ্ঞেস করেন স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে। এসব প্রশ্নের কেউ সঠিক উত্তর দিতে না পারায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আপনারা সংসদ সদস্যরাই যদি সরকারের উন্নয়ন সম্পর্কে অজ্ঞ হন তাহলে জনগণকে কিভাবে অবহিত করবো।
 
এজন্য প্রত্যেক এমপিকে নিজ এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে বেশি বেশি করে তুলে ধরার নির্দেশ দেন।
 
বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এসএম/আরবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।